নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় এক উত্ত্যক্তকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র গ্রামের হাদী মিঞার ছেলে রাজন হোসেন (২০) উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীকে তার স্কুল আঙিনায় উত্ত্যক্ত করছিলেন রাজন। এ সময় স্থানীয় লোকজন উত্ত্যক্তকারী রাজনকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। খবর পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।