নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশন ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের মাঝামাঝি গ্যাং কোয়ার্টার নামকস্থানে রেললাইনের লেবেল ক্রসিংয়ে মোটরসাইকেলের ইঞ্জিন বিকল হওয়ায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে হাসেম নামের একজনের মৃত্যু হয় এবং জুব্বার নামের একজন আশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থলে অবস্থিত রেলক্রসিংয়ের গেটটি অরক্ষিত। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত জুড়োন মন্ডলের ছেলে আবুল হাসেম (৪২) ও কর্চাডাঙ্গা গ্রামের লাইনপাড়ার মৃত গণি ফকিরের ছেলে জুব্বার (৪৫) মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে বের হন। পথিমধ্যে গ্যাং কোয়ার্টার নামক রেললাইনের লেবেল ক্রসিংয়ে এসে পৌঁছালে হাসেম ও জুব্বারের মোটরসাইকেলটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি একপ্রেস ট্রেনটি তাদের মোটরসাকেলের সঙ্গে সজোরে ধাক্কা দিলে হাসেম ও জুব্বার ছিটকে রেল লাইনের ধারে পড়ে এবং ঘটনাস্থলে হাসেমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাসেমের মরদেহ ও আহত জুব্বারকে পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠাই। বর্তমানে মোটরসাইকেলচালক জুব্বার আশঙ্কাজনব অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ, শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাঈনুল ইসলাম মঈন ও বাংলাদেশ রেলওয়ে বিভাগের জিআরপি পুলিশ দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় নিহত হাসেমের মরদেহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অনুমতিক্রমে গতকাল মঙ্গলবার এশার নামাজের পর শাহাপুর গ্রামে গ্রাম্যকবরস্থানে জানাজার নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।