নিউজ ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে অভিযান পরিচালনা করে ১১৫ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। এ সময় চোরাচালানের দায়ে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্য স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়। এর মধ্যে ১৪ লাখ ৭২ হাজার ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ হাজার ৯০৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭৯২ লিটার বাংলা মদ, ২১ হাজার ৬৩৩ বোতল ফেনসিডিল, ১ হাজার ৭ কেজি গাঁজা, ১ কেজি ৬২০ গ্রাম হেরোইন, ১ হাজার ৪২৮ টিঅ্যানেগ্রা-সেনেগ্রাট্যাবলেট, ৫৫৫ টি ইনজেকশন, ৬ লাখ ৮৭ হাজার ৪০টি অন্য ট্যাবলেট। এ ছাড়া অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ২৮ হাজার ২৫৪ পিস শাড়ি, ৯ হাজার ২৩৪ পিস থ্রি-পিস-শার্টপিস, ৮ হাজার ৬৯৯ মিটার থান কাপড়, ৬ হাজার ৩১৭ তৈরি পোশাক, ২ হাজার ৩৮০ সিএফটি কাঠ ও ৪ কেজি ১৯৪ গ্রাম সোনা।
অভিযানে মাদক পাচারসহ অন্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৯৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭ জন ভারতীয় নাগরিককে আটক পূর্বক ৩ জনকে বিএসএফএর কাছে হস্তান্তর ও ৪ জনকে থানায় সোপর্দ এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ১৮০ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।