নিউজ ডেস্ক:মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ দিন সকাল ১০টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন ও কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইডস একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। জেলা প্রশাসক আতাউল গনি, প্রধান শিক্ষক মাসুদা আক্তার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে দুপুরে প্রধান শিক্ষক মাসুদা আক্তার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক কাজী আনিসুজ্জামান, আ. মান্নান প্রমুখ।
অপরদিকে, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ দিন বেলা ১১টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউটের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সালাম গ্রহন করেন। জেলা প্রশাসক আতাউল গনি, প্রধান শিক্ষক খুরশিদা আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সেলিনা আক্তার, ইমরান হোসেন প্রমুখ।