মেহেরপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পৌর কমিউনিটির হলরুমে সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মহাফিল উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাচ আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা আবেদিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান মাহাবুব, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানাসহ নেতাকর্মীরা
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেয়। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।