বারাদি প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর প্রামের বেলে পাড়া সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী। সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় বৃহপতিবার সকালে গ্রাম বাসী সড়কে ধানের চারা লাগিয়ে এ প্রতিবাদ জানান। গ্রামবাসীরা জানান, বর্ষাকাল এলেই কাঁচা এই সড়কে হাঁটু কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে বারাদী বাজার এবং মোমিনপুর বালিকা ও মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের যাওয়ার এক মাত্র রাস্তা এটি। একটু বৃষ্টি হলেয় তারা আর স্কুলে যেতে না পারায় তাদের লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে বলে জানায়। মুসল্লীরা ঠিকমত মসজিদ নামাজ পড়তে যেতে পারেন না। তারা দ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানিয়েছেন।