নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিআরটিএ অফিসের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বিআরটিএ অফিসের সেবা নিতে আসা জাকির হোসেন, আলাউদ্দিন, খায়রুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আওলাদ হোসেন, ইশতিয়াক, আবু সাঈদ, শফিকুল, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, আবু তালেবসহ মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে বিআরটিএ-এর সেবা নিতে আসা মানুষজন অভিযোগ করে বক্তব্য দেন। অভিযোগকারীরা গণশুনানিতে অভিযোগ করে বলেন, মেডিকেল সার্টিফিকেটর নামে অযথা হয়রানি, অযথা সময় বেশি নেওয়া, স্মার্টকার্ড দেওয়ার নামে দীর্ঘ দিন যাবৎ ঘোরানোসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন। এ সময় গণশুনানিতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, বিআরটিএ-এর পরিদর্শক আতিয়ার রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। গণশুনানিতে জেলা প্রশাসক অভিযোগকারীদের অভিযোগ শোনার পর তিনি বলেন, ‘এখানে লোকবল কম রয়েছে, আমরা বাইরের কোনো লোক এখানে রাখব না, অফিসের লোক দিয়ে পর্যায়ক্রমে কাজ চালানো হবে। এখানে কোনো দালাল থাকতে পারবে না।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা সব সময় কাজ করছি, এখনো করব, ভবিষ্যতেও করে যাব।’