মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌর নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহন হবে আগামী ৮ মে। গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে মেহেরপুর নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তবে আনুষ্টানিকভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বৃহস্পতিবার। স্থগিত হওয়া কেন্দ্র দুটি হলো ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নং কেন্দ্র।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে দুটি ৭ নম্বর ওয়ার্ডে ১১ ও ১২ নম্বর কেন্দ্রে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করে রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান। এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়।
মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৩টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ১ হাজার ৩৬৯ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত দুই কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর জয়-পরাজয় নির্ধারিত হবে।