মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌর কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে ৬২ কোটি ৬৮ লক্ষ ৮৭ হাজার ৭৪০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন।
বাজেট ঘোষণার পর এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বিষেশ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল, জেলা পুলিশ সুপার আনিছুর রহমান ,স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক এম.এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী, আব্দুল হালিম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাচ আলী, জেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল , বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, সদর থানা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম-আহবায়ক মাহাবুুবু রহমান মাহাবুব, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারন সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপকসহ পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগন, পৌরবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেয়। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।