মেহেরপুর প্রতিনিধি (১৮/০৬/১৭) ঃ পবিত্র মাহে রমজানের উপলক্ষে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ লাইন সংলগ্ন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে ইফতার ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেলারেল ম্যানেজার রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ,জেলা প্রেসক্লাবের সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলামিন হোসেন, জেলা কারাগারের জেলার এ.এস.এম কামরুল হুদা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মিয়াজান আলী,পল্লী বিদ্যুৎ সমিতির জি.এস আবু হাসান প্রমুখ । এছাড়াও জেলা পরিষদের সদস্য আজিমুল বারিসহ অনুষ্ঠানে, রাজনীতিবিদ, সাংবাদিক ও পল্লীবিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশ নেয়। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন পল্লী বিদ্যুৎ সমিতির মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শাহিন।