প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় আমাদের এই সমাজেরই অংশ
নিউজ ডেস্ক:প্রতিবছরের মতো এবারও সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ আন্তর্জাতিকভাবে ১৯৮১ সালে প্রতিবন্ধী মানুষের সমসুযোগ ও পূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জাতিসংঘ প্রতিবন্ধী বর্ষ’ ঘোষিত হয় এবং তার ধারাবাহিকতায় ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জাতিসংঘ দশক’ ঘোষণা করা হয়। ১৯৯২ সালে ৩ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ঘোষণা করা হয় এবং জাতিসংঘের সব দেশকে দিবসটি পালনের মধ্য দিয়ে প্রতিবন্ধী মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার উদ্যোগের প্রতি সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে প্রতিবছর ৩ ডিসেম্বর আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, “সাম্য ও অভিন্ন মাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে এ দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল ও সিভিল সার্জন খাইরুল আলম, সমাজ কল্যাণ পরিষদের সদস্য মুন্সি আলমগীর হান্নান, সমাজসেবা অধিদপ্তর এর গল্প প্রতিনিধি বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার নুর আলম আকাশ প্রমুখ। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা আমাদের এই সমাজেরই অংশ। তারা বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া এই সম্পদকে মূল স্রোতে নিয়ে আসার জন্য ইতিমধ্যে নানা ধরণের উদ্যেগ গ্রহণ করেছে। আলোচনা সভা শেষে ৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৪ জনের ওয়াকারসহ প্রতিবন্ধীর হাতে ঔষধ সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্য প্রতিষ্ঠানও আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করে ।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই শ্লোগানে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে একটি র্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে র্যালিটি কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, ডা. অলোক কুমার দাস, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রশাসন ও সমাজ সেবা কর্মকর্তাসহ রান ডেভেলপমেন্ট সোসাইটির অংশ গ্রহনে শের আলী অটিস্ট্রিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, মতিয়ার রহমান অটিস্ট্রিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, হাজী আমজাদ হোসেন অটিস্ট্রিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, স্বপ্না খাতুন অটিস্ট্রিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
হরিণাকুন্ড প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুন্ডের পল্লীতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিণাকু-ু উপজেলার ভায়না গ্রামে অবস্থিত আনোয়ার হোসেন প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র্যালি বের হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয় সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দীন। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম মোল্লা, আব্দুল বারী, শাহিনুর রহমান বিপ্লব প্রমুখ।