মেহেরপুর প্রতিনিধিঃ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড, বাস্তবায়নের আলোকে এবং সামনে জাতীয় নির্বাচনকে নিয়ে মেহেরপুর জেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আতাউল হাকিম লাল মিয়া। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা চান্দু আলী প্রমূখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার হাজী আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মুজিবনগর কমান্ডার আহসান আলী, গাংনী মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মোনাখালি কমান্ডার আমজাদ আলী, ইউনিয়ন সাবেক কমান্ডার আজগার আলীসহ জেলা সকল বীর মুক্তিযোদ্ধারা ।