গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেনকে ৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সিন্দুর কৌটা গ্রামের একটি কাঠাল বাগান থেকে তাকে গ্রেপ্তার করে। কামাল হোসেন সিন্দুরকৌটা গ্রামের লুতফর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে গাংনী থানায় ৪টি মামলা রয়েছে।
এস আই হারুন জানান, কামাল হোসেন ওই গ্রামের ইউনুছের কাঠাল বাগানে মরনঘাতি মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল হোসেনের সহযোগীরা পালিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, কামাল হোসেন এলাকার একজন শীর্ষ মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকসহ ৪ টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।