মেহেরপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে দুদকের অভিযান

0
10

নিউজ ডেস্ক:দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে মেহেরপুর কাস্টমস এক্সাইজ, ভ্যাট অফিস ও মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে এ অভিযান চালানো হয়। দুদক কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। দুদকের উপসহকারী পরিচালক মো. নামারুল্লাহ জানান, মেহেরপুর কাস্টম অফিসের ইটভাটার রাজস্ব আদায়ের কিছু অনিয়ম পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দুদকের টিমটি মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গেও কথা বলেন।