মেহেরপুরে হেরোইন রাখার দায়ে এক ব্যক্তির কারাদন্ড

0
11

নিউজ ডেস্ক:মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে রিংকু শেখ নামের এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদ- এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে স্পেশাল ট্রাইব্যুনালের চতুর্থ আদালতের বিচারক এ রায় দেন। সাজাপ্রাপ্ত রিংকু মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মালেক শেখের ছেলে। ২০১৪ সালের ১ অক্টোবর মেহেরপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলায় মোট ৭ জন সাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ সাজা দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এম এম রুস্তম আলী এবং আসামি পক্ষে অ্যাড. কামরুল হাসান কৌঁসুলী ছিলেন।