মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

0
42

নিউজ ডেস্ক:মেহেরপুরের সদর উপজেলার কালীগাংনীতে সড়ক দুর্ঘটনায়া ইয়ারুল (২৪) নামের এক অবৈধযান আলগামনের চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে কালীগাংনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইয়ারুল কালীগাংনী কলোনিপাড়ার ছমীর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, ইয়ারুল তাঁর নিজ এলাকা নওপাড়া থেকে সবজি বোঝাই করে একটি ট্রাকের পিছনে পিছনে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। পথের মধ্যে কালীগাংনী গ্রামের মোড়ে পৌঁছালে ইয়ারুল ট্রাকটিকে অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাককে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ইয়ারুল ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, এলাকাবাসী ট্রাকসহ ট্রাকের চালক পাবনা দাশুড়িয়া এলাকার নাজমুল হক ও হেল্পার মসিউর রহমানকে আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পে দিয়েছে। মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, কালীগাংনী সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।