মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে অভিযান চালিয়ে দুই বছর সাজাপ্রাপ্ত আসামি লালন শেখকে আটক করেছে কোমরপুর ক্যাম্পের পুলিশ। গতকাল বিকেলে ক্যাম্পের এসআই রাসেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আমদাহ প্রাইমারি স্কুলের পাশে থেকে তাকে আটক করে। আটক লালন শেখ চিহিৃত মাদক ব্যবসায়ী । সে আমদাহ গ্রামের রজব শেখের ছেলে।
এস আই রাসেদুজ্জামান জানান, আসামি লালন শেখ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। সে দীর্ঘদিন পলাতক রয়েছিল। তার বিরুদ্ধে জিআর (জেনারেল রেজিষ্টার্ড) ৫০৯/১২ মাদক দ্রব্যের মামলা রয়েছে। সে দুই বছর সাজাপ্রাপ্ত আসামী ,৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল । এসময় সেখানে এএসআই মামুন, কনস্টেবল আরোজ আলী উপস্থিত ছিলেন।