মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ১৯শে জুলাই ॥ ‘‘মাছ চাষে গড়বো দেশ’ বদলো দেব বাংলাদেশ’ এ শ্লোগানে আলোচনা সভা, র্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে মেহেরপুরে মৎস্য সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যাল চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবিরের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন।
খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদবিলা মৎস্য মসিতির সভাপতি ক্ষুদিরাম বিশ্বাস, হরিরামপুর বিলের সভাপতি সিরাজুল ইসলাম, মৎস্য সমিতির প্রতিনিধি শহিদ সাদিক হোসেন বাবুল, মৎস্য চাষী মুহিত আলী। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলার সকল মৎস্য চাষী ও ব্যবসায়ীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ভৈরব নদের পন্ডের ঘাট এলাকার ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।