মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ব্যবসায়ীর জরিমানা

0
8

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের স্টেডিয়াম মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন কুমার দাসের নেতৃত্বে স্টেডিয়াম মোড় এলাকায় লিওন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় লিওন ফার্মেসির মালিকের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।