মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার মাছ ব্যবসায়ীর নিকট হতে ৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হোটেল বাজার ও পুশুর হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর হক এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাছ রক্ষা ও সংরক্ষণ বিধিমালায় ১৯৮৫ এর আইনে জাটকা (ইলিশ) ২৫ সে:মি: এর নিচে কোন ব্যবসায়ী বিক্রয় করতে পারবেনা। মেহেরপুর হোটেল বাজারের জাটকা ইলিশ বিক্রয় করার অপরাধে মাছ ব্যবসায়ী প্রশান্ত হালদারের নিকট ২ হাজার টাকা , সুবল হালদারের নিকট ১ হাজার টাকা , অলোক হালদারের নিকট ১ হাজার টাকা এবং মেহেরপুর পশুর হাটে ময়ামারীর মাছ ব্যবসায়ী জহির উদ্দিনের নিকট ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন ।