মেহেরপুরে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

0
28

নিউজ ডেস্ক:

মেহেরপুরে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিন ব্যবসায়ীর কাছ থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা সজল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির অপরাধে মেহেরপুরের বড় বাজার এলাকার গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে পপি ফার্মেসীকে ২ হাজার এবং কোট মোড় এলাকার শাহাবুদ্দীন খান ব্রাদার্সকে মেয়াদ উত্তির্ন মালামাল ও আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সেনিটারি পরিদর্শক তাজিমুল হক, মার্কেটিং কর্মকর্তা জীব্রাইল হোসেন, এস আই সেলিমসহ সঙ্গীয় ফোর্স।