নিউজ ডেস্ক: মেহেরপুর জেলা এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসেসিয়েশনের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তেনে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পত্মী সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। অনুষ্ঠানে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, নড়াইল ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসকগণ প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া তুলে দেন। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনে পর পর ২ বার নির্বাচিত সংসদ সদস্য সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্যে’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। মেহেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অপরদিকে, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সংবর্ধনা প্রদান করেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আপনারা যখন ৫শ’ টাকা বেতন পেতেন তখন শুনতে আমারও খুব কষ্ট হতো। কিন্তু মননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা আপনাদের চাকরি জাতীয় করন করেছেন। মানবতার মা বলে এটা সম্ভব হয়েছে। প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কোমর উদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী পত্মী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অন্যদিকে, মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল প্রাঙ্গণে জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া তুলে দেন। এ সময় সম্পাদক আজিম উদ্দীন, সাবেক সভাপতি সানোয়ার হোসেন, ফজলুল হক, রফিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, সাহাবদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউপি সচিবদের ভূমিকা অনেক বেশী। আগামীতে আপনাদের ভূমিকা আরো বেশি থাকবে বলে আমি বিশ্বাস করি।