মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0
8

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর খানপাড়ায় মো. মজিবর মিরদা (৬০) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার দুপুরের দিকে মাঠে ঘাস কাটতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তার ঘাস কাটা হাঁসুয়াতে বেধে কেটে গিয়ে এ ঘটনা ঘটে। পরে মাঠে কর্মরত কয়েকজন কৃষক এসে তাঁকে উদ্ধার করেন। ততক্ষণে সেখানে কৃষক মো. মজিবর মিরদার মৃত্যু ঘটে। তিনি একই গ্রামের মো. মকা মিরদার ছেলে। এ অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।