মেহেরপুরে বিএনপির গণমিছিল

0
12

নিউজ ডেস্ক:কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির ডাকা খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে মেহেরপুর শহরে গণমিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। ২৫ জুলাই রোববার খুলনায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপির নেতা ফজলুর রহমান, আব্দুস সামাদ, সাহারুদ্দিন, আব্দুর রশিদসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।