মেহেরপুরে বাস-মালিক সমিতির লেগুনা ভাঙচুর

0
6

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর সড়কে মেহেরপুর বাস মালিক সমিতির চলাচলকারী একটি লেগুনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার মহাজনপুর সড়কের নূরপুর মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর ছ-১১-০০৩৯ নম্বরের লেগুনা আটকবর থেকে মেহেরপুর আসার পথে নূরপুরে যাত্রী নামানোর সময় গাড়ি থামালে পূর্ব থেকে ওত পেতে থাকা সদর উপজেলার রায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিল্টনের নেতৃত্বে শামিম, তানিসহ ৮-১০ জনের একটি দল হামলা চালিয়ে লেগুনাটি ভাঙচুর করাসহ ড্রাইভারের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। গাড়ির চালক গোলাম হোসেন বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার গাড়ির ওপর হামলা চালায় এবং আমার কাছে থাকা টাকাসহ মোবাইল নিয়ে পালিয়ে যায়।’ খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়িটি উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।