মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোষ্ট দেওয়ায় মেহেরপুর পৌর যুবদল নেতা ইমন বিশ্বাস (৩৫) কে পিটিয়ে আহত করা হয়েছে। রবিবার রাত দশটার দিকে শহরের মল্লিকপাড়া থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। আহত ইমন বিশ্বাস শহরের নীলমনি হল পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। সে পৌর যুবদলের যুগ্ন সম্পাদক ।
পুলিশ জানায়, যুবদল নেতা ইমন তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে একটি পোষ্ট দেয়। বিষয়টি জানাজানি হলে শহরের মল্লিকপাড়ায় একদল দূবৃত্ত তাকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমাসে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ সময় তার বাড়িতেও ভাংচুর চালানো হয়।
সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে পুলিশ পাহারায় আহত ইমনের চিকিৎসা চলছে। তাকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় মামলা করার জন্য পুলিশ হেড কোয়ার্টারে জানানো হয়েছে।