প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় মেহেরপুর পৌর এলাকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক ও সরকারি শিশু পরিবারের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা কোনোভাবেই পরিবারের বোঝা নয়, তাদের সম্পদে পরিণত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, প্রতিবন্ধীভাতা ছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে, সে জন্য সরকার প্রতিবন্ধী শিক্ষাভাতা দিচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে পৌর এলাকার ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৪৭ হাজার ৮৫০ টাকার চেক বিতরণ করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সমাজসেবা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব প্রমুখ।
এদিকে মেহেরপুরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তির চেক তুলে দেন। জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু তালেব এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন এলাকার ৪ শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার টাকার চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।