মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সুবিধা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবিতে কর্মবিরতী পালন করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মেহেরপুর পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় সেখানে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি তফিকুল ইসলাম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ,শফিউদ্দিন,সানোয়ার হোসেন দিপুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।