মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম শুরু হচ্ছে আজ

0
8

স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিশ্চয়তা দিলেন এসপি

নিউজ ডেস্ক:সম্পূর্ণ বিনা টাকায় হবে পুলিশ কনস্টেবল পদের চাকরি। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতায় পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে যোগ্য যারা, তারাই চাকরি পাবে। তাই কাউকে টাকা দিয়ে প্রতারিত হতে হবে না। অর্থ লেনদেনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি উপরোক্ত কথাগুলো বলেন মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)। গতকাল রোববার দুপুরে পুলিশ লাইনস মাঠে নিয়োগ পরীক্ষায় দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ সোমবার থেকে মেহেরপুর পুলিশ লাইনস মাঠে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সাংবাদিকদের সঙ্গে নিয়োগের বিষয়ে পুলিশ সুপার বলেন, পুলিশে লোক নিয়োগে কেউ টাকা লেনদেন করলে তাঁর দায় তাঁকেই নিতে হবে। এখানে টাকা দিয়ে কারো চাকরি হওয়ার সুযোগ নেই। শারীরিক পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সকল প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। টাকা ও সুপারিশ প্রার্থীর প্রধান অযোগ্যতা হিসেবে দেখা হবে। যারা যোগ্য তাঁরাই চাকরি পাবে।
এদিকে পুলিশ সুপারের এ উদ্যোগে জেলাবাসীর মনে নতুন আশার আলো দেখা দিয়েছে। প্রতি বছর পুলিশ কনস্টেবল নিয়োগের সময় ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ আকাশে-বাতাসে ওড়ে। তবে সে অভিযোগ এবার নেই। অভিভাবকরাও এবার অনেক সচেতন। এর আগে গেল সপ্তাহে এক ব্রিফিংয়ে ‘একশো টাকায় পুলিশের চাকরি’ মিলবে বলে ঘোষণা দেন পুলিশ সুপার। পরীক্ষায় অংশ নিতে শুধুমাত্র সরকারি এক শ টাকা ফিস ছাড়া অন্য প্রকার লেনদেন না করার জন্য জেলার মানুষের প্রতি আহবান জানিয়েছিলেন তিনি। তাঁর এ ঘোষণার পর মূলত পাল্টে গেছে পুলিশ কনস্টেবল নিয়োগের অনেক ধারণা। জেলার মানুষ বিনা টাকায় নিয়োগ পাওয়ার বিষয়টি দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন।