নিউজ ডেস্ক:মেহেরপুর জেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২১ জন সদর উপজেলার এবং ২ জন গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে জানা যায়, জেলার ৫০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। যার মধ্যে ২৩ জন পজিটিভ আর নেগেটিভ আসে ২৭ জনের। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এদিকে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১৯১ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৮১ রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯ জন।