মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যেগে মহিলাদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় মহিলা সংস্থার মেহেরপুর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদ সদস্য সামিউন বাসিরা পলি। এসময় সেখানে জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সদস্য রোকসানা কামাল রুনু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় আত্মকর্মসংস্থানের জন্য ৩৮ জন মহিলাদের মাঝে সর্বমোট ৫ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।