আমঝুপি প্রতিনিধি ঃ মেহেরপুর সদর থানা পুলিশের আয়োজনে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুরের সহকারি পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিব। আমঝুপি ইউপি চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (প্রবি) মুন্না বিশ্বাস। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সদর থানার সেকেন্ড অফিসার আন নূর জায়েদ, ইউপি সদস্য আবুল কাশেম, সুপার রুহুল আমিন, সহকারি শিক্ষক নূর আলম, মাহাবুবুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় এলাকার আইন শৃংখলা রক্ষার্থে এলাকার সকলকে ভূমিকা রাখার আহ্বায়ন।