মেহেরপুরে চাঁদবিলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

0
41

নিউজ ডেস্ক:মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার চাঁদবিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ফয়জ্জুদীনের ছেলে সোহেল, আব্দুল হামিদের ছেলে ফয়সাল এবং নাসিম মিয়ার ছেলে আমিনুল ইসলাম। আহতদের মধ্যে আমিনুলের জখম গুরুত্বর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পঙ্গু ওয়ার্ডে রেফার্ড করেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, চাঁদবিল গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী আমিনুল (৫০) গতকাল রাত ৯টার দিকে নিজের হার্ডওয়ারের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে চাঁদবিল কবরস্থানের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি মোটরাসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলের তিনজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।