মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে দুই ব্যক্তির ২ মাস করে জেল ও ২০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বেলা ১১ টার সময় বনবিভাগের নিকট একটি ফোন এলে দ্রæত ব্যবস্থা গ্রহন করে তাদের গাছসহ আটক করা হয়। সদর উপজেলার সহকারি কমিশনার( ভ’মি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সামিউল হক এ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- ফতেপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আবদুল্লাহ ও জানু মিয়ার ছেলে ইমাদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল হক জানান, পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্ষতিতে বনআইন ১৯২৭ এর ৪১(জ) ধারায় দোষী সাব্যস্ত করে ওই দুইজনকে ২ মাস করে জেল ও জরিমানা করা হয়েছে। আটককৃত গাছের আনমানিক মূল্য ৩৪১০ টাকা ধরা হয়েছে।
এসময় সেখানে মেহেরপুর সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরউল্লাহ, বনপ্রহরী জিল্লুর রহমান, বাগান মালি রজরুল ইসলাম উপস্থিত ছিলেন।