মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রদর্শনী প্লটের চাষীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান উপস্থিত থেকে চারা বিতরণ করেন।
এসময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামারুজ্জামান, মুজিবনগর উপজেলা কর্মকর্তা মোফাখারুল ইসলাম, কৃষি কর্মকর্তা আফরিন সুলতানা উপস্থিত ছিলেন। এসময় সেখানে ৬৫ জন কৃষকের মাঝে চারা বিতরণ করা হয়।