মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে ইলেকট্রিক সার্কিটযুক্ত ই.আই.ডি (ইমপ্রোভাইজ ইলেকট্রনিক্স ডিভাইস) যুক্ত একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। এটি বোমা না অন্য কিছু এ নিয়ে জন সাধারন মানুষের মধ্যে চলছে আলেচানা সমালোচনা। শনিবার রাতে এলকাবাসী বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাত সাড়ে ১০টার সময় থেকে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল সেখানে অবস্থান করে। গতকাল রবিবার দুপুরে বোমাটি পরীক্ষা নিরীক্ষার জন্য খুলনা র্যাব-৬ এর বোম ডিস্পোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে আসে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিটের ডিএডি মোস্তফা। তারা বোমাটি পরীক্ষা নিরিক্ষা করে তার ছবিসহ প্রাথমিক প্রতিবেদন র্যাবের প্রধান কার্যালয় ও খুলনার বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছেন। প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় র্যাবের ওই দলটি সেখানে অবস্থান করছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, র্যাবের বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌছানোর পর পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন পাঠিয়েছেন। তাদের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছি। আমরা এলাকার মানুষের নিরাপত্তা প্রদানে পুলিশ মোতায়েন করেছি। তবে কি কারণে বা কারা বোমাটি এখানে রেখে গেছে সে ব্যাপারে এখনোনিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান। নিরাপত্তাজনিত কারণে সড়কটিতে সাধারণ মানুষের চলাচল নিষেধাজ্ঞা দেয়া হয়।
ফলে আতংক বেড়ে যায় সাধারণ মানুষের মাঝে। এদিকে এর আগে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।