মানুষ কর দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে
নিউজ ডেস্ক:‘কর প্রদানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যে মেহেরপুরে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেন। আয়কর মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিজের আয়কর রিটার্ন দাখিল করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মানুষ কর দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের মহাসড়ক হচ্ছে মানুষের দেওয়া করের টাকায়। কর দেওয়া মানুষের নৈতিক দায়িত্ব। জনগণ যত স্বাবলম্বী হবে, সরকারকে ততবেশি কর দিতে পারবে। এতে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সরকারের কাজ সহজ হবে। যে দেশ যত বেশি কর দেয়, সেই দেশ তত বেশি উন্নত। প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকেরা যাতে নিজের প্রচেষ্টায় স্বাবলম্বী হতে পারে, সে জন্য মেহেরপুরে একটি উদ্যোক্তা মেলা করা হবে। জনগণ যাতে কর দিতে উৎসাহ পায়, সেজন্য বর্তমান সরকার বিগত ১০ বছর ধরে জেলা-উপজেলায় পর্যায়ে উৎসবমূখর পরিবেশে কর মেলার আয়োজন করছে। বর্তমানে ২ লাখ ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট করতে পেরেছে সরকারের সফলতার কারণে।
আপিলাত রেঞ্জ-২ খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার মু. মুহিতুর রহমানের সভাপতিত্বে আয়কর মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল ও আয়কর আইনজীবী সভাপতি অ্যাড. এস এম ইব্রাহীম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ ইরানুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, আইনবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী পৌরসভার মেয়র মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।