নিউজ ডেস্ক:সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কের শৃঙ্খলা বজার রাখতে মেহেরপুরে শুরু করা হয়েছে অবৈধ ও অনিবন্ধিত যানবাহন আটক। গতকাল শনিবার সকাল থেকে জেলায় পৃথক অভিযানে ৩৩টি যানবাহন আটক করেছে পুলিশ। এগুলো সব স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন।
জানা গেছে, এ দিন শনিবার সকাল থেকে মেহেরপুর হাসপাতাল মোড়, নতুন বাস টার্মিনাল এলাকায় ও গাংনী বাসস্ট্যান্ডে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী অবৈধ ও অনিবন্ধিত যানবাহন আটক করা হয়। এর মধ্যে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহন নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, লাটাহাম্বারসহ স্থানীয়ভাবে নাম দেওয়া অন্যান্য যানবাহন রয়েছে। মেহেরপুরে অভিযানের নেতৃত্বে থাকা সার্জেন্ট মোজাফফর হোসেন বলেন, অভিযান চলমান রয়েছে। এসব যানবাহন আটক করে মামলা দায়েরপূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, মেহেরপুর-কুষ্টিয়া ও মুজিবনগর-ঝিনাইদহ (মেহেরপুর-চুয়াডাঙ্গা) সড়ক হচ্ছে আঞ্চলিক মহাসড়ক। অনিবন্ধিত ও অবৈধ যানবাহন নিষিদ্ধ অনেক আগে থেকে। এ সড়ক দুটিতে যেকোন উপায়ে এসব যানবাহন চলাচল বন্ধ করা হবে।
তবে আটকে পড়া যানবাহনের কয়েকজন মালিক বলেন, দারিদ্রতা দূর করতে ঋণ করে এসব যানবাহন তাঁরা কিনে রাস্তায় চালাচ্ছেন। এখন চলতে না দিলে কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে।