মেহেরপুরের রাজনগরে ফার্মেসিতে অগ্নিকা-!

0
6

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার রাজনগরে ওষুধের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান দোকান মালিক। গতকাল রোববার রাত ১১টার দিকে রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুমাইয়া ফার্মেসি ও ফ্লেক্সির দোকানে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা ওষুধ, একটি কম্পিউটার, আইপিএস, দুটি ফ্যান, কয়েকটি ফ্লেক্সিলোডের মোবাইলসহ অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটে, তা ধারণা করতে পারছেন না ভুক্তভোগীরা।
স্থানীয় লোকজন জানায়, রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুমাইয়া ফার্মেসির মালিক মামুনুর রশিদ পল্লি চিকিৎসার পাশাপাশি ফ্লেক্সিলোড ও কম্পিউটারের কাজ করেন। রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে গেলে দোকানে আগুন লাগে। বিদ্যালয়ের মাঠে পিকনিক করা যুবকেরা টায়ার পোড়ার মতো গন্ধ পান। তাঁরা রাস্তার পাশে গিয়ে দেখেন, ওই দোকান থেকে প্রচুর পরিমাণে আগুনের ধোঁয়া বের হচ্ছে। যুবকেরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে মেহেরপুর শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আনেন তাঁরা। তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মালামাল পুড়ে যায়। এ ঘটনায় অসহায় হয়ে পড়েছেন পল্লি চিকিৎসক মামুনুর রশিদ।
ফার্মেসির মালিক মো. মামুনুর রশিদ জানান, ‘প্রতিদিনের ন্যায় রাত নয়টার দিকে ফার্মেসির দোকান বন্ধ করে বাড়িতে যায়। রাত ১১টার দিকে আমার ছোট ভাই বলল, আপনার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে দোকানে গিয়ে দেখি আগুন জ্বলছে। ফার্মেসিতে থাকা প্রচুর পরিমাণ ওষুধ, কম্পিউটারসহ অনেক মালামাল পুড়ে ছাই।’ ঘটনাস্থলে গিয়ে মামুনুর কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আগুনে আমার সব কিছু কেড়ে নিয়েছে।’
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শেখ জাহিদুর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়।