মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা বারাদি বাজারে সামাজিক নিরাপত্তা, চোরাচালান রোধ, সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন নিরাপদ কাজের জন্য ডিজিটাল ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বারাদি ইউপি কার্যালয় চত্তরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাদি বাজার কমিটির সভাপতি আলহাজ লিয়াকত আলী সরদার। সম্মানিত অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুর রহমান, বারাদি বিএডিসি হিমাগারের উপ-পরিচালক মিনহাজ উদ্দিন চৌধুরী, খামার উপ-পরিচালক হাফিজুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি প্রমূখ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম বাবলু বিশ্বাস, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামিম ফেরদৌস প্রমূখ।
অনুষ্ঠানের বারাদি বাজার কমিটির সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সজ্জাদ পন্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাদি ইউনিট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, আমঝুপি রিপোর্টারস ক্লাবের সভাপতি জহির রায়হান চঞ্চল, সমাজসেবক আকবর আলী, ইউপি সদস্য আরমান আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, বারাদি ইউনিট আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজিমদ্দিনসহ বাজার কমিটির সকল সদস্যবৃন্দরা।
বারাদি বাজার কমিটির উদ্যোগে বাজারের বিভিন্ন স্থানে ১৭টি ডিজিটাল ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার লাগানে হয়েছে।