মেহেরপুরের পিরোজপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক

0
47

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর থেকে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পিরোজপুর ক্যাম্প পুলিশ। আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে ফারুকুজ্জামান তুষার (৩০) ও তাঁর স্ত্রী নাজমা খাতুন (২২)। গতকাল বুধবার দুপুরে পিরোজপুর ক্যাম্পের আইসি নিখিল চন্দ্র সরকার গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর দাস পাড়া মন্দির-সংলগ্ন এলাকায় থেকে ২ গ্রাম হেরোইনসহ ফারুকুজ্জামান তুষার ও তাঁর স্ত্রী নাজমা খাতুনকে আটক করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামি ফারুকুজ্জামান তুষার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।