মেহেরপুরের তিন উপজেলায় নৌকার প্রার্থী যারা

0
9

নিউজ ডেস্ক:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর জেলার ৩টি উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরদের নাম ঘোষণাা করা হয়েছে। এরা হলেন- মেহেরপুর সদর উপজেলা প্রার্থী মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ও গাংনী উপজেলা প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভাবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মেহেরপুর জেলার ৩টি উপজেলায় ওই তিনজনকে চূড়ান্ত মনোনয়ন দেন। আগামী ২৪ মার্চ মেহেরপুরের ৩টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।