নিউজ ডেস্ক:
বউ-বাচ্চা নিয়ে একা একা হানিমুন করবেন- তা আর হলো কই। সতীর্থ লুইস সুয়ারেজই সেটা আর হতে দিলেন না। একেবারে বউ-সন্তানসহ হাজির হলেন বন্ধুকে দেখতে।
কয়দিন পর বার্সেলোনায় ফিরতে হবে। তাই তিনি অবসর কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কিন্তু একা একা ঠিক জমছিল না। তাই ভাবলেন মেসির হানিমুনে যোগ দিলে কেমন হয় !
বন্ধুর কাণ্ডে মেসিও অখুশি হননি। আর্জেন্টাইন তারকা একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। তাতে দেখা গেছে, লুইস সুয়ারেজ-মেসির পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাচ্ছে।
হানিমুনের বেশ কিছু ছবিও মেসি টুইটারে দিয়েছেন। এর মধ্যে কয়েকটিতে সন্তান-স্ত্রীর সঙ্গে বালুর মধ্যে পা ঢুকিয়ে বসে থাকতে দেখা গেছে আদুল গায়ের মেসিকে।