ফাওজুল কবির বলেন, স্টাফদের দাবি আছে। আগামীকাল মেট্রোর বোর্ড মিটিং।
বোর্ডের সদস্য না থাকা, বোর্ডের সভা না হওয়ার জন্য মেট্রো চালু করা যায়নি। সরকার পরিবর্তনজনিত প্রশাসনিক শূন্যতা পূরণ হয়েছে। সর্বোচ্চ সাতদিনের মধ্যে মেট্রো চালু হবে।
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রোরেল পুনরায় চালু করার কথা ছিল। তবে কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চালু করা যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়।
সড়ক উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে। সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা ঠিক করা হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে।
ঠিকাদারি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, চেনা মুখে ঠিকাদারি হবে না। সবার অংশগ্রহণ থাকতে হবে। ই-টেন্ডারিং দিয়ে ধোঁকা দিয়েছে। ধোঁকাবাজির দিন শেষ। রিয়েল ইন্ডিকেটর জানাব। সড়কে কোথায় যেতে কত সময় লাগবে। ঢাকার প্রধান সড়কে গাড়ি থামার জায়গা করতে হবে। জায়গায় জায়গায় গাড়ি না থামে। এখন মূল্যায়ন প্রক্রিয়া ভিন্ন। মানুষের কী উপকার হলো।
শুধু ঢাকা বা বড় শহর নয় বরং সারাদেশের সড়ক নিয়ে কাজ করার কথা বলেন তিনি।