নিউজ ডেস্ক:
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ভাটারা থেকে গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি প্রধান আশফাকুর রহমান পলাতক মেজর (বরখাস্ত) জিয়ার ঘনিষ্ঠ। আশফাক দুই মাস আগে জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, আশফাক আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ। হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিল সে। বছর দেড়েক আগে সংগঠনে যুক্ত হয়ে সে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। এসব কারণে মেজর (বরখাস্ত) জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। জিয়াকে নানা ধরনের তথ্য দিত সে। জিয়া কোথায় আছে তা তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে।
সিটিটিসির প্রধান আরো বলেন, সে জঙ্গি সংগঠনের প্রকাশনা ও প্রচারণার দায়িত্বে ছিল। এবিটি যেসব লেখক-ব্লগারকে টার্গেট করত, আশফাক তাদের ফেসবুক আইডি হ্যাক করে সব ধরনের তথ্য সংগ্রহ করত।