মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত খোকন আটক

0
10

নিউজ ডেস্ক::আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সোনাতনপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে খোকনকে সোনাতনপুরের তাঁর নিজ দোকানের সামনে থেকে আটক করে পুলিশ। গতকালই তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের এক দিনমজুরের মেয়ে সোনাতনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী একই গ্রামের মৃত রশিদ আলীর ছেলে মুদি দোকানদার খোকন আলীর দোকানে বিস্কুট কিনতে যায়। বিস্কুট কিনে ফিরতে দেরি হওয়ায় শিশুটির মা খোকনের দোকানে গেলে প্রকাশ্যে তাঁর শিশুকন্যার সঙ্গে খোকনের অনৈতিক কর্মকা-ের চিত্র দেখে ফেলেন। ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার পর খোকন দোকান ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের হাতে গণধোলাইয়ের শিকার হন। গত মঙ্গলবার রাতের এ অনৈতিক কর্মকা-ের ঘটনার অভিযোগের ভিত্তিতে স্থানীয় নেতা-কর্মীদের সালিসে খোকনকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। পরে বিষয়টি থানার পুলিশকে জানালে গতকাল সকালে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান, পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, এএসআই হামিদুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ বিষয়ে একটি মামলা করেন। মামলা নং-৩৩। গতকালই সংশ্লিষ্ট মামলায় খোকনকে জেলহাজতে প্রেরণ করা হয়।