মুজিবনগর উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক হেরোইনসহ আটক

0
45

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক আশাদুজ্জামান বীরকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে। আটক আশাদুজ্জামান বীর মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের খেজমত আলীর ছেলে ও মুজিবনগর উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক। এ ঘটনায় তাঁতী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশাদুজ্জামান বীরকে ১গ্রাম হেরোইনসহ তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর তাঁর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাঁকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁকে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে, এ ঘটনায় উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গতকাল সোমবার জেলা তাঁতী লীগের আহবায়ক নুর ইসলাম সুবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এবিষয়ে জেলা তাঁতী লীগের আহবায়ক নুর ইসলাম সুবাদ জানান, সম্প্রতি আমরা জানতে পেরেছি মুজিবনগর উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির কয়েকজন সদস্য অনৈতিক কাজের সঙ্গে জড়িত। দলীয় ভাবমূর্তি বজায় রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।