মুজিবনগরে ২৯২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নীলকন্ঠ ডেস্ক:মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রাম এলাকা হতে ২৯২ বোতল ফেন্সিডিলসহ মানিক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।
গোপন সূত্রে সংবাদ পেয়ে ঝিনাইদহ র্যাব বুধবার দুপুর ১ টার দিকে এ অভিযান চালায়।
মানিক (২২), মুজিবনগরের আনন্দবাস গ্রামের জহির খাঁ’র ছেলে।
র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি বুধবার দুপুর ১ টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন তারানগর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৯২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মানিককে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মুজিবনগর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।