মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0
7

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। গতকাল শনিবার দুপুরে তাঁকে আটক করা হয়। আটক শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বয়রা গ্রামের রেজাউল হকের ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর থানার বাগোয়ান গ্রামে রশিকপুর ব্রিজে অভিযান চালান। এ সময় ১২০ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে আটক করা হয়। আটক শফিকুলের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে ডিবি পুলিশের কার্যালয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।