বিভিন্ন সরকারি উপকরণ বিতরণ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগরে জিয়ার আদর্শে বিশ্বাসী বা স্বাধীনতা বিরোধী কোন লোকের ঠাই নেই। মুজিবনগরে বাস করতে হলে, মুজিবের আদর্শে বিশ্বাসী হতে হবে না হলে তাদের অন্য পথ দেখতে হবে। মুজিবনগরকে দ্বিতীয় টুঙ্গীপাড়া বানানো হবে। মুজিবনগরের প্রত্যেকটি গ্রামকে শহরে পরিণত করা হবে। শহরের সমস্ত সুযোগ সুবিধা এখানে থাকবে কোনো মানুষকে আর কষ্টে দিন যাপন করতে হবে না।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মেহেরপুর ও মুজিবনগরের মানুষের সুবিধার্থে রেললাইনের কার্যক্রম শুরু করার জন্য কৃষি জমির ক্ষতি না করে রাস্তার পাশদিয়ে কিভাবে রেলপথ করা যায় এবং কয়টি ব্রিজ, কালভার্ট লাগবে তার জরিপ শুরু হয়ে গেছে। তারা রিপোর্ট দিলেই রেল সংযোগের কাজ শুরু হয়ে যাবে। এ জন্য ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মুজিবনগরে দ্রুত চেকপোস্ট স্থাপন, মেহেরপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন ও শেখ রাসেল আইসিটি সেন্টার স্থাপনের জন্য সমস্ত কার্যক্রম গ্রহন করা হয়েছে। মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে পর্যটক আসার জন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। এ ভাবেই মুজিবনগরকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
নৌকার বিরোধীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন- সরকারের এসব উন্নয়নের সুফল ভোগ করবেন আপনারা আর আর ভোট দিবেন অন্যখানে এটি হবে না আপনারা মুজিব আদর্শের পক্ষে আসুন উন্নয়নের অংশিদার হন, আওয়ামী লীগের দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি সদস্যগণ ফুল দিয়ে বরণ করে নেন এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে সম্মানসূচক ক্রেষ্ট প্রদান করেন। উক্ত অনুষ্ঠান থেকে ২২ জন মহিলার মধ্যে সেলাই মেশিন, আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ৩ বাইন ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা, পুরন্দরপুর প্রাথমিক বিদ্যালয়কে ৫ বাইন ঢেউটিন ও ১৫ হাজার টাকা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের উপকার ভোগীদের মাঝে ৪২৬টি ভিজিডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ঐতিহাসিক মুজিবনগর উপজেলায় বাস টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শণ করেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী।